ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সবচেয়ে দামী খোলস

প্রকাশিত: ০৯:২৯, ৯ নভেম্বর ২০১৯

 সবচেয়ে দামী খোলস

জাপানের উপকূল থেকে ধরা একটি স্বেত কাকড়ার খোলস রেকর্ড দামে বিক্রি হয়েছে। পাঁচ দশমিক সাত ইঞ্চির খোলসটি ৪৬ হাজার ডলারে বিক্রি হয়। এটির ওজন ছিল দুই দশমিক সাত পাউন্ড। মঙ্গলবার জাপানের টট্টোরি এলাকার এক জেলে কাকড়াটি ধরেন। দেশটির গিনজা এলাকার এক ক্রেতা খোলসটি কিনে নেন। খবরে বলা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে দামী কাকড়ার খোলস। -ইউপিআই
×