ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জম্মু-কাশ্মীরে জঙ্গী হামলা, ৫ শ্রমিক নিহত

প্রকাশিত: ১১:৫৫, ৩১ অক্টোবর ২০১৯

 জম্মু-কাশ্মীরে জঙ্গী  হামলা, ৫ শ্রমিক  নিহত

ভারতের জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গীদের গুলিতে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের পাঁচ বাসিন্দা। এ নিয়ে গত ২০ দিনে কাশ্মীরে ১০ জন অ-কাশ্মীরী শ্রমিককে হত্যা করল জঙ্গীরা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ২৮ সদস্যের প্রতিনিধিদল গেছে কাশ্মীরে। সেখানকার অবস্থা খতিয়ে দেখবে ওই দলটি। ঠিক সে সময়ে কাশ্মীরে ফের ঘটল জঙ্গী হামলার ঘটনা। এনডিটিভি। জানা গেছে, এদিন কুলগামে শ্রমিকদের ওপর হামলা চালায় জঙ্গীরা। হামলায় নিহত পাঁচ শ্রমিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। তাদের ওপর আচমকা গুলি চালায় জঙ্গীরা। ঘটনাস্থলেই শ্রমিকরা প্রাণ হারান।
×