ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গীতাঞ্জলির পনেরো বছর পূর্তি উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৯:২৫, ২৮ অক্টোবর ২০১৯

 গীতাঞ্জলির পনেরো বছর পূর্তি উৎসবের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার পনেরো বছর পূর্তি উৎসবের সমাপনী হলো ২৬ অক্টোবর শনিবার। এদিন কৃতী শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এ্যাড সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু। ‘সকাল বেলার পাখি’ শিরোনামে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত ছিল বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। বার্ষিক স্বীকৃতপত্র প্রদান আয়োজন শেষে গীতাঞ্জলির শিল্পীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বাদ্য পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। এর আগে গত ২৫ অক্টোবর শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গীতাঞ্জলির পনের বছর পূর্তি উৎসবের উদ্বোধন হয়। ‘আকাশ ভরা সূর্য- তারা বিশ্ব ভরা প্রাণ’- কবিগুরুর গানের সুরে ও মূর্ছনায় গীতাঞ্জলি’র শিল্পীরা স্বাগত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার পনের বছর পূর্তি উৎসব অনুষ্ঠান শুরু করে। উৎসবের উদ্বোধনীতে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ শিল্পী মনিরুল ইসলাম, কবি মুহম্মদ নুরুল হুদা ও অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদারের পক্ষে ত্রপা মজুমদারের স্বামী আপন আহসান ‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৯’ গ্রহণ করেন। অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন, গীতাঞ্জলির উপদেষ্টা দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। গীতাঞ্জলির উপদেষ্টা দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গীতাঞ্জলির পরিচালক (প্রধান নির্বাহী) মাহবুব আমিন মিঠু। আলোচনা ও পদক প্রদান অনুষ্ঠানের পর গীতাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরাস্থ স্কিটি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুইদিনের এই আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। গাতীঞ্জলি গত পনের বছর ধরে সংস্কৃতি চর্চায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।
×