ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসার গবর্নিং বডির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ অক্টোবর ২০১৯

 ভিকারুননিসার গবর্নিং বডির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টির বাধা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের গবর্নিং বডি নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। প্রিসাইডিং কর্মকর্তা ফারজানা জামান বলেন, ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। সন্ধ্যায় রিপোর্ট লেখার সময়ে ভোট গণনার কাজ শুরুর খবর পাওয়া গেছে। ফারজানা জামান জানান, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ প্রতিষ্ঠানের চার ক্যাম্পাসে মিলে মোট ভোটার ২৩ হাজার ৬১১ জন। এর মধ্যে বেইলি রোডে ১৪ হাজার, বসুন্ধরায় চার হাজার ৩৮৩, ধানম-িতে এক হাজার ৬১৬ ও আজিমপুর ক্যাম্পাসে তিন হাজার ৭৯২ ভোটার। নির্বাচনে লড়েন মোট ৩৩ প্রার্থী। তার মধ্যে ছয়জন নির্বাচিত হবেন।
×