ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে সহিংসতা সহ্য করা হবে না ॥ ইরাকি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:০৩, ২৫ অক্টোবর ২০১৯

বিক্ষোভে  সহিংসতা সহ্য করা হবে না ॥ ইরাকি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি জনগণের প্রতিবাদ করার অধিকারকে স্বীকার করে বলেছেন, জনগণ যেকোনো সমস্যা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ করতে পারে তবে সহিংসতা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। আজ (শুক্রবার) ইরাকজুড়ে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করার পরিকল্পনা করছে তখন আদিল আব্দুল মাহদি এ হুঁশিয়ারি দিলেন। জাতির উদ্দেশে গতরাতে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, সরকারের পদত্যাগ চাওয়ার অধিকার জনগণের আছে কিন্তু সরকারের পতনে সমস্যার কোনো সমাধান হবে না এবং দেশের পরিস্থিতিরও উন্নতি ঘটবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, সাংবিধানিক কোনো বিকল্প ছাড়াই যদি সরকার আজ পদত্যাগ করে তাহলে দেশ একটি গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে পড়বে। এরইমধ্যে বাগদাদের তাহরির স্কয়ারে শত শত মানুষ পতাকা নিয়ে জড়ো হয়েছে এবং বহু মানুষ বাগদাদের গ্রিন জোন এলাকার দিকে যাচ্ছে। গ্রিন জোন এলাকায় বহু সরকারি অফিস এবং বিদেশি কূটনৈতিক মিশন রয়েছে। এরইমধ্যে ইরাকের নিরাপত্তা বাহিনী এসব বিক্ষোভকারীদের অনেককেই পিছু হটতে বাধ্য করেছে।#
×