ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আট ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল

প্রকাশিত: ০৯:৪১, ২২ অক্টোবর ২০১৯

আট ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার ॥ অপ্রয়োজনীয় টিকেট বুকিং এবং তা বাতিলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি সাধনের কারণে আটটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিল করে আদেশ জারি করা হয়েছে। লাইসেন্স বাতিল হওয়া ট্রাভেল এজেন্সির মধ্যে রয়েছে-ট্রাভেল সেন্টার, মুনা ট্রাভেলস এ্যান্ড ট্যুর লিমিটেড, সামস এয়ার ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, মাদারল্যান্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলস, চৌধুরী ইন্টারন্যাশনাল, দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, উর্মি ট্রাভেল এজেন্সি ও বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট। এসব ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) কোম্পানির সঙ্গে যোগসাজশে প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে নিজেদের লাভবান হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। একই আদেশে আরও বলা হয়, ভ্রমণের জন্য অপ্রয়োজনীয় টিকেট বুকিং দিয়ে তা বাতিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতিসাধনের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী এসব এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়। ১৫ কর্মদিবসের মধ্যে ইস্যু করা নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সনদ ফেরত দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
×