ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাদ এরশাদের শপথ গ্রহণ

প্রকাশিত: ১২:১৫, ১১ অক্টোবর ২০১৯

সাদ এরশাদের শপথ গ্রহণ

সংসদ রিপোর্টার ॥ রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বাবা মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ মোঃ সামশুল হক এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু এমপি প্রমুখ। আবেদন খারিজ স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জন ও দেশে-বিদেশে প্রায় ২৮ কোটি টাকা লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া নোয়াখালী জেলা আদালতের নাজির মোঃ আলমগীর হোসেনের ব্যাংক এ্যাকাউন্ট জব্দের আদেশ প্রত্যাহারের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী এ্যাডভোকেট খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান জানান, সাত কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দেশে-বিদেশে ২৮ কোটি টাকার লেনদেনের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে গত ৫ আগস্ট পৃথক দুটি মামলা করে দুদক।
×