ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরাসী চোরের কাণ্ড

প্রকাশিত: ০৯:২২, ১০ অক্টোবর ২০১৯

ফরাসী চোরের কাণ্ড

জাপানী এক পর্যটক প্যারিসে ধূমপান করার জন্য হোটেল থেকে বেরিয়েছিলেন। এ সময় এক চোর সিগারেট দেয়ার ভান করে ওই পর্যটকের ১২ লাখ ডলার মূল্যের সুইস ঘড়িটি ছিনিয়ে চম্পট দেয়। ওই পর্যটক হোটেল নেপোলিনে উঠেছিলেন। পুলিশ সূত্র জানিয়েছে, চোরটি পালিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ফেলে গিয়েছে যা তাকে ধরতে সহায়তা করবে। -এএফপি হীরার মধ্যে হীরা রাশিয়ার খনি থেকে এবার যে হীরা আবিষ্কার হয়েছে তা বিশ্বের কেউ কখনও দেখেননি। সাইবেরিয়ার একটি খনি থেকে পাওয়া এ হীরার মধ্যে আরও একটি হীরা রয়েছে, যা একেবারে আলাদা এবং নড়াচড়া করে। হীরাটি সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে। যার বয়স ৮০ কোটি বছরের বেশি হতে পারে। । তার মধ্যে ভেতরের হীরাটির ওজন ০.০২ ক্যারেট। -ইয়াহু নিউজ
×