ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘আমাকে প্রলুব্ধ করবেন না, নিজের কাজে মন দিন’

প্রকাশিত: ০৯:২১, ১০ অক্টোবর ২০১৯

‘আমাকে প্রলুব্ধ করবেন না, নিজের কাজে মন দিন’

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রুপ করার পর তিনি মঙ্গলবার টুইটারে ট্রাম্পের প্রতি পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছেন। খবর সিএনএন’র। ট্রাম্প লিখেছেন, হিলারির উচিত এলিজাবেথ ওয়ারেনের কাছ থেকে প্রতিযোগিতা কৌশলে অপহরণ করে নেয়া। জবাবে হিলারি বলেছেন, ‘আমাকে প্রলুব্ধ করবেন না। নিজের কাজে মন দিন।’ তারা দু’জন ২০১৬ সালের নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিতর্ক মঞ্চে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন। এরপর থেকে হিলারি তাকে প্রেসিডেন্ট পদের জন্য বৈপরীত্যসূচক বলে উল্লেখ করে এসেছেন। তিনি বিভিন্ন দিক থেকে ট্রাম্পের প্রশাসন নীতির তীব্র সমালোচক।
×