ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খাদের কিনারা থেকে লড়াইয়ে ফিরছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০১:৩১, ৪ অক্টোবর ২০১৯

খাদের কিনারা থেকে লড়াইয়ে ফিরছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক ॥ খাদের কিনারায় চলে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এলগার ও ডু’ প্লেসি। দ্বিতীয় দিনের শেষে এলগার ও বাভুমা ক্রিজে ছিলেন। তৃতীয় দিনের সকালে ইশান্ত শর্মা ফিরিয়ে দেন বাভুমাকে (১৮)। প্রোটিয়াদের রান তখন চার উইকেটে ৬৩। গতদিনেই তিন-তিনটি উইকেট ফেলে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। এ দিন সকাল থেকেই দক্ষিণ আফ্রিকাকে আরও কোণঠাসা করতে চেয়েছিল ভারত। এরকম পরিস্থিতিতে প্রোটিয়াদের লড়াইয়ে ফেরানোর চেষ্টা শুরু করেন এলগার ও ডু’ প্লেসি। ৬৩-৪ থেকে লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর চার উইকেটে ১৫৩। ক্রিজে রয়েছেন এলগার (৭৬) ও ডু’ প্লেসি (৪৮)। এলগারের ৭৬ রানের ইনিংসে মেরেছেন আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। দু’ প্লেসিও সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন। তাঁরা পাল্টা আক্রমণের রাস্তা নিচ্ছেন। এর আগে ভারত ৫০২ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান লড়াই শুরু করলেও ম্যাচের রাশ এখন ভারতেরই হাতে। লাঞ্চের পরে ভারতীয় বোলাররা ফের আক্রমণের রাস্তা নেবেন। অল্প রানে দক্ষিণ আফ্রিকাকে শেষ করাই লক্ষ্য ভারতের। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×