ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোর পৌরসভায় যুক্ত হচ্ছে আরও ছয় ইউনিয়ন

প্রকাশিত: ০৯:৩০, ১ অক্টোবর ২০১৯

যশোর পৌরসভায় যুক্ত হচ্ছে আরও ছয় ইউনিয়ন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাড়ছে যশোর পৌরসভার আকৃতি। যুক্ত হচ্ছে সদর উপজেলার ৬টি ইউনিয়ন। গত ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন, কিছু প্রক্রিয়া শেষে আগামী তিনমাসের মধ্যে এ জায়গাগুলোকে পৌরসভা বলে ঘোষণা দেয়া হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সদর উপজেলার উপশহর, নওয়াপাড়া, আরবপুর, ফতেপুর, রামনগর ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পৌঁছে গেছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে থাকছে উপশহর ইউনিয়নের বিরামপুর মৌজার ১১৩ দাগ, শেখহাটি মৌজার ১৮৫ দাগ, কিসমত নওয়াপাড়ার ৬৯৭ দাগ, নওয়াপাড়া ইউনিয়নের নওদাগ্রামের ১ থেকে ৩৫০ দাগ। আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গার ২৩৫ দাগ, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর মৌজার ৩১০ দাগ, বালিয়াডাঙ্গা মৌজার ৪৪০ দাগ, রামনগর ইউনিয়নের রামনগর মৌজার ৪৭৮ দাগ, মুড়লী মৌজার ১৬২ দাগ, মোবারককাঠি মৌজার ৩৫৫ দাগ ও চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া মৌজার ৪১৩ দাগ। পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, ১৮৬৪ সালে যে সীমানা নিয়ে যশোর পৌরসভার যাত্রা শুরু হয়েছিল তা আর বাড়েনি। উপরন্তু শহরের অনেক জায়গা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত।
×