ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক শতাংশ অপচয় কমলে আড়াই হাজার কিলোমিটার সড়ক নির্মাণ সম্ভব

প্রকাশিত: ০৯:০২, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 এক শতাংশ অপচয় কমলে আড়াই হাজার কিলোমিটার সড়ক নির্মাণ সম্ভব

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, দেশে সরকারী কেনাকাটায় যে অপচয় হয় তা এক শতাংশ কমানো গেলে, সেই টাকা দিয়ে বছরে অন্তত আড়াই হাজার কিলোমিটার আঞ্চলিক সড়ক নির্মাণ সম্ভব হতো। রবিবার সরকারী কেনাকাটায় ইলেকট্রনিক ব্যবস্থা বা ই-জিপি নিয়ে এক কর্মশালায় এ কথা বলেন তিনি। মার্সি টেম্বন বলেন, বছরে বাংলাদেশে অন্তত ২৪ বিলিয়ন ডলারের সরকারী কেনাকাটা হয়। যা মোট বাজেটের ৪৫ শতাংশ। এই টাকা খরচের ক্ষেত্রে সবসময় সচ্ছতা বজায় রাখা সম্ভব হয় না। গেল কয়েক বছরে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে বেশ উন্নতি করেছে বলেও মন্তব্য করেন। এ সময় দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশ বহু উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
×