ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবতরণস্থলের ছবি প্রকাশ করল নাসা

ভারতের চন্দ্রযান-২ চাঁদে আছড়ে পড়ে

প্রকাশিত: ০৮:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 ভারতের চন্দ্রযান-২ চাঁদে আছড়ে পড়ে

ভারতের চন্দ্রযান-২ চাঁদে আছড়ে পড়েছে বলে জানিয়েছে নাসা। এ মাসের শুরুতে চাঁদের মাটিতে পা রাখার কথা ছিল মহাকাশ যানটির। কিন্তু চাঁদের পৃষ্ঠে অবতরণের কিছু সময় আগে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিক্রমের সম্ভাব্য নামার জায়গার ছবি পাঠিয়েছে নাসার মহাকাশ যান। কিন্তু ঠিক কোন্ জায়গায় এটি আছড়ে পড়েছে সেটি এখনও শনাক্ত করা যায়নি। কারণ সন্ধ্যার দিকে ছবিগুলো তোলা হয় এবং চন্দ্রযানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। খবর বিবিসির। বিক্রম সফলভাবে অবতরণ করতে সক্ষম হলে ভারত হতো চাঁদের মাটিতে পা রাখা চতুর্থ দেশ। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রযান-২’র চাঁদের মাটিতে নামার কথা ছিল। কিন্তু তারা সফল হয়নি। ভারতীয় মহাকাশ কর্মকর্তারা জানান, সব কিছু ঠিকঠাক মতো এগোচ্ছিল। কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে দুই দশমিক এক কিলোমিটার (১.৩ মাইল) দূরে থাকতে এতে ত্রুটি দেখা দেয়। শুক্রবার নাসার টুইটার এ্যাকাউন্টে ভারতের চন্দ্রযান-২ সম্ভাব্য যে স্থানে নামার কথা ছিল সেখানকার ছবি প্রকাশ করে। নাসা জানায়, চন্দ্রযানটির সম্ভাব্য যে স্থানে অবতরণের কথা ছিলম, সেটি দক্ষিণ মেরু থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দূরে অবস্থিত, যা অপেক্ষাকৃত প্রাচীন অঞ্চল।
×