ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীল প্রজাপতি

প্রকাশিত: ১১:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৯

নীল প্রজাপতি

মধ্যপ্রাচ্যের কিছু দেশে নিজের খেয়ালে উড়ে বেড়ায় নীল প্রজাপতি। তারপর এক সময় হঠাৎ করে মরে যায়। খুব কম সময়ই বেঁচে থাকে এরা। যতদিন থাকে ততদিনই উড়ে বেড়ায়। বিশ্বের বিস্ময় এই নীল প্রজাপতি বা ওয়েস্টার্ন পিগমি ব্লু। কীটপতঙ্গ দুনিয়ায় ক্ষুদ্রতম আর চোখ ধাঁধানো প্রজাপতির জগতে সবচেয়ে ছোট। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগরের দেশগুলোতে দেখা পাওয়া যায় এদের। মরু হাওয়া আর পারস্য উপসাগরের লবণাক্ত হাওয়ায় এই ক্ষুদ্র প্রজাপতিদের অস্তিত্ব নিয়েই চলছে অনেক গবেষণা। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে, প্রজাপতির ফসিলে লুকিয়ে আছে প্রায় ২০ কোটি বছরের বেশি সময়ের কথা। কারণ এরা তারও আগে ছিল। তুষার যুগের মতো কঠিন সময় পার করেও টিকে রয়েছে আজকের পরিবেশে। গবেষকরা জানাচ্ছেন, সাধারণত ২-৪ সপ্তাহ বাঁচে প্রজাপতি। আর সবচেয়ে ছোট নীল প্রজাপতিদের আয়ু মাত্র কয়েকদিন। প্রজাপতি গোত্রের সবচেয়ে ছোট এই নীল পিগমি প্রজাপতি। পারস্য উপসাগর ছাড়াও এদের পাওয়া যায় উত্তর আমেরিকা ও হাওয়াই দ্বীপে। বাদামি রঙের মাঝে হালকা নীল রঙের পাখা থাকায় এরা নীল প্রজাপতি নামে পরিচিত। মাত্র ১২ মিলিমিটারের মতো হয়ে থাকে তাদের ডানা। -আরব নিউজ
×