স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলকে ধ্বংস করতে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ছাত্রলীগ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে অভিযোগ করে তিনি এ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কার্যক্রমে আদালত হস্তক্ষেপ করতে পারে না উল্লেখ করে রিজভী বলেন, তারপরও আদালত ছাত্রদলের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
ছাত্রদলকে ধ্বংস করতে আদালত ব্যবহার করা হচ্ছে ॥ রিজভী
প্রকাশিত: ১১:২২, ২৫ সেপ্টেম্বর ২০১৯
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: