ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯

রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

অনলাইন রিপোর্টার ॥ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতেমা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রাবাব ফাতেমা, বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব প্রথম কোনো নারী কূটনীতিক; যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে আগের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের জায়গায় রাবাব ফাতেমা নিয়োগ পেলেন। মাসুদ বিন মোমেন হলেন জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি। জাতিসংঘের বিদায়ী প্রতিনিধি সূত্র বলছে, মাসুদকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
×