ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার বাস চালাবেন সৌদি নারীরা

প্রকাশিত: ০৯:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

এবার বাস চালাবেন সৌদি নারীরা

গাড়ির পরে এবার বাস চালাবেন সৌদি আরবের নারীরা। সম্প্রতি দেশটির সরকার সৌদি নারীদের বাসচালক হিসাবে নিয়োগ দিচ্ছে। তবে তারা কোন পাবলিক বাস চালাবেন না, কেবল স্কুলবাস চালাবেন। নানা যাচাই-বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য নারীদেরই বাসচালক পদে নিয়োগ দেয়া হবে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সোমবার এ খবর দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল শেহরি বলেন, সরকারী স্কুলগুলোতে বাসচালক হিসাবে পুরুষদের পাশাপাশি নারীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রাণালয়ের অধীনে পরিচালিত একটি কোম্পানি একাধিক স্কুলের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে। চুক্তিতে বলা হয়েছে, স্কুলবাসের চালক হিসাবে চাকরির জন্য পুরুষদের পাশাপাশি নারীরাও আবেদন করতে পারবেন। চাকরির জন্য যে সকল শর্ত প্রযোজ্য তা পূরণ করতে পারলে নারীরাও বাসচালক হিসেবে নিয়োগ পাবেন। চাকরিতে নিয়োগের শর্তসমূহ হচ্ছে: প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৬০ বছরের মধ্যে। -সৌদি গেজেট
×