ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্কেরও পরমাণু অস্ত্র তৈরির অধিকার আছে ॥ এরদোগান

প্রকাশিত: ০৯:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

তুরস্কেরও পরমাণু অস্ত্র তৈরির অধিকার আছে ॥ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, শক্তিশালী কয়েকটি দেশের পরমাণু অস্ত্র রয়েছে, তাই তার দেশকেও পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দেয়া হোক। সিভাস প্রদেশে আনাতোলিয়ান ইকোনমিক ফোরামে ভাষণ দানকালে তিনি তার দেশের প্রতিরক্ষা শিল্প প্রসারের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সম্প্রতি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করেন। এরদোগান ভবিষ্যতে চীনের সঙ্গে আলোচনার বিষয়েও ইঙ্গিত দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, কিভাবে কিছু দেশ পরমাণু ওয়্যারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়েছে এবং তা কেবলমাত্র একটি বা দুটি নয়। জুলাইয়ে বেলজিয়ামের সংবাদপত্র ডে মরগানে প্রকাশিত ন্যাটোর প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিমা সামরিক জোটের পরমাণু বিনিময় নীতির অংশ হিসেবে তুরস্কে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে। ইনসিরলিক ঘাঁটিতে থাকা পরমাণু অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আঞ্চলিক অস্থিতিশীলতা ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ কেউ এগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। -নিউজউইর্ক
×