ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে বাদ দিয়ে দক্ষিণ এশীয় জোট গঠনের উদ্যোগ ভারতের

প্রকাশিত: ০৯:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তানকে বাদ দিয়ে দক্ষিণ এশীয় জোট গঠনের উদ্যোগ ভারতের

পাকিস্তানকে বাদ দিয়ে নতুন দক্ষিণ এশীয় অর্থনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ভারত। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নিচ্ছে দিল্লী। প্রস্তাবিত এই অর্থনৈতিক জোটের নাম হবে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন বা সাসেক। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বিরোধ চরমে পৌঁছানো এবং সার্কের ধীর অগ্রগতির কারণে ভারতীয় নীতি নির্ধারকরা বাংলাদেশ ও মিয়ানমারের মতো বর্ধনশীল দক্ষিণ এশীয় দেশগুলোকে সঙ্গে নিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। সাব-রিজিওনাল জোটের সদস্য রাষ্ট্র মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতের অর্থমন্ত্রীরা নয়াদিল্লীতে প্রথমবারের মতো বৈঠকে বসবেন। জোটটির নীতি ও কৌশল নির্ধারণ করতে আগামী বছর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। -এনডিটিভি
×