ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় মারিয়াদের

প্রকাশিত: ০৭:৪৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় মারিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছিল। তবে দ্বিতীয় প্রস্তুত ম্যাচে আয়েশী জয়ই কুড়িয়ে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। সোমবার যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলে তারা ৩-১ গোলে তারা হারায় থাইল্যান্ডের স্থানীয় মুয়াংথং অনুর্ধ-১৭ গালর্স একাডেমি দলকে। টিওটি এফসি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলের ফরোয়ার্ড আনুচিং মগিনি জোড়া গোল করে। অপর গোলটি আরেক ফরোয়ার্ড তহুরা খাতুনের। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ ছোটন জানান, ‘এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার আগে আমাদের প্রস্তুতিটা বেশ ভালই হলো। দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’ গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রথম প্রস্তুতি ম্যাচে লাল-সবুজ বাহিনী ১-০ গোলে হারায় চুনবুরি একাডেমি (অনুর্ধ-১৭) দলকে। আগামী ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ‘এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলা। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। তাদের খেলাগুলো হচ্ছে যথাক্রমে ১৫ সেপ্টেম্বর থাইল্যান্ড, ১৮ সেপ্টেম্বর জাপান এবং ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অ-১৭ নারী বিশ্বকাপের বাছাইও বটে। যে আট দলের টুর্নামেন্ট, সেখান থেকে সেরা দুই হয়ে বিশ্বকাপে নাম লেখানোটা বাংলাদেশের জন্য খুবই কঠিন। তারপরও বাংলাদেশ দল আপ্রাণ চেষ্টা করে দেখবে।
×