ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব

নারী ফুটবলারদের জোর প্রস্তুতি

প্রকাশিত: ১১:৫৯, ৩০ আগস্ট ২০১৯

নারী ফুটবলারদের জোর প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের খেলা। যেখানে এশিয়ার সেরা আটটি দেশ অংশ নেবে। এদের মধ্যে আছে বাংলাদেশও। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নেবে তারা। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। তাদের খেলাগুলো হচ্ছে যথাক্রমে ১৫ সেপ্টেম্বর থাইল্যান্ড, ১৮ সেপ্টেম্বর জাপান এবং ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এ উপলক্ষে বাংলাদেশ দল কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে। এই দলের ফুটবলাররা ২০১৭ সালের পর আরও বেশকিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ম্যাচ খেলেছে। এতে তাদের আত্মবিশ্বাস, ম্যাচ টেম্পারমেন্ট এবং অভিজ্ঞতার ভা-ার সমৃদ্ধ হয়েছে। সবদিক দিয়েই তারা ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আগের আসরে দল কম থাকায় এই আসরের মূলপর্বে যেতে দলগুলোকে একটি বাছাইপর্ব খেলতে হয়েছিল। এবার দলের সংখ্যা বেড়ে যাওয়ায় মূলপর্বে যেতে দলগুলোকে খেলতে হয়েছে দুটি বাছাইপর্ব। বাংলাদেশ দুটিপর্বেই কোয়ালিফাই করে চূড়ান্তপর্বে নাম লেখায় সাফল্যের সঙ্গে। এশিয়ার ৪৭টি দেশের মধ্যে সেরা বা সুপার আটটি দল চূড়ান্তপর্বে খেলবে। এদেরই একটি লাল-সবুজের বাংলাদেশ। ২০১৭ আসরের চূড়ান্তপর্বে খেলেছে এমন অনেকেই এবার বয়স বেশি হয়ে যাবার কারণে ২০১৯ আসরে খেলতে পারবে না। তবে ২০১৭ আসরে খেলেছে এবং এখনও বয়স আছে, এমন ১০-১১ খেলোয়াড় এবারও খেলবে। নতুন যোগ হয়েছে আরও জনা বিশেক। নতুন খেলোয়াড়দের অনেকেই ইতোমধ্যেই অনুর্ধ-১৫ সাফ, এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের দুটি কোয়ালিফিকেশন রাউন্ড, জকি কাপ এসব টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন। মোট কথা এরা অনুর্ধ-১৬ দলে নতুন ঢুকলেও একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এটা ছোটনের জন্য প্লাস পয়েন্ট। গত জুনে এই ৪৩ ফুটবলারকে নিয়ে ট্রায়াল শুরু করেছিল বাফুফে। কাটছাঁট করে এখন তাদের সংখ্যা নামিয়ে আনা হয়েছে ৩০-এ। থাইল্যান্ডে খেলতে যাবার আগে আরেকটু কমিয়ে চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে ২৩ জনের। থাইল্যান্ডে চূড়ান্তপর্ব খেলতে গিয়ে লাল-সবুজবাহিনী যেন থাইল্যান্ডের দুটি স্থানীয় দল বা জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারি বাফুফে সে চেষ্টাই করছে। এই আসরে (এএফসি অনুর্ধ-১৬ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, সাউথ এ্যান্ড সেন্ট্রাল) নিজেদের মাঠে ২০১৬ সালেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই আসরের মূলপর্বে (২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত) অংশ নেয়। মূলপর্বে অংশ নিয়েছিল আট দল। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলেছিল বাংলাদেশ।
×