ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী হকিতে শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ২৮ আগস্ট ২০১৯

নারী হকিতে শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় জুনিয়র এএইচএফ কাপ হকি (অ-২১) আসরেকে সামনে রেখে ঢাকায় ছয় ম্যাচ সিরিজের একটি ফ্রেন্ডলি সিরিজ খেলেছে বাংলাদেশ অ-২১ নারী হকি দল। প্রতিপক্ষ ভারতের সাই একাডেমি। সাই হকি একাডেমির বিপক্ষে ছয় ম্যাচে ৩২ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে পাঁচবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবার সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ হারে ৬-০ গোলে। ভারতের সাই একাডেমির বিপক্ষে পঞ্চম ম্যাচে একটু লড়াই করেছিল মেয়েরা। আগে গোল করেও ম্যাচটি হেরেছিল ২-১ গোলে। তৃতীয় ম্যাচে কিছুটা লড়াই করে হেরেছিল ৩-১ গোলে। বাকি চার ম্যাচেই বড় ব্যবধানে হারে। এরমধ্যে প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ ম্যাচে ৬টি করে গোল হজম করে স্বাগতিকরা। চতুর্থ ম্যাচে হারে ৯-৩ গোলে। সাই হকি একাডেমির বিপক্ষে কোনো ম্যাচ জিততে না পারলেও জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য এটা কাজে দিবে বলে জানিয়েছেন হেদায়েতুল ইসলাম রাজীব,‘আজকে (গতকাল) বেশি গোল হজম করে ফেলেছি। আসলে এই মেয়েরা এখনো শিখছে। আমি মনে করি ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করেছে তারা। যেটা জুনিয়র হকি টুর্নামেন্টে কাজে লাগবে।’
×