ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনা সদর সাব রেজিস্ট্রার গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৭, ২৮ আগস্ট ২০১৯

পাবনা সদর সাব রেজিস্ট্রার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৭ আগস্ট ॥ ঢাকার দারুস সালাম থানার দায়েরকৃত অবৈধ সম্পদ অর্জনের মামলায় পাবনা সদর সাব রেজিস্টার ইব্রাহিম আলীকে মঙ্গলবার বিকেলে কার্যালয় থেকে গ্রেফতার করেছে দুদক। জানা গেছে, পাবনা সদর সাব রেজিস্টার ইব্রাহিম আলি ২০০৯ সালে সাব রেজিস্টার পদে যোগদান করেন। তিনি চাকরিকালীন ঢাকা ও পাবনায় জমিজমা, ফ্ল্যাট বাড়ি, গাড়িসহ বিপুলসম্পদের মালিক হন। দুদক সাব রেজিস্টার ইব্রাহিম আলির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায়। এ অভিযোগের তদন্তে নেমে দুদক জানতে পারে সাব রেজিস্টার ইব্রাহিম আলি ঘুষ দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৫০২ টাকার সম্পদ অর্জন করেছেন। যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চাঁন সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত “কুমিল্লা ডায়াগনস্টিক কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করার সময় জহিরুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তার কাছ থেকে এমবিবিএস, পিজিটি (মেডিসিন এন্ড গাইনি), সিএমইউ (ডিইউ), ডিএমইউ (ডিইউ), (সনোলজিস্ট) মেডিসিন, মা, শিশু, চর্ম ও যৌন রোগের অভিজ্ঞ চিকিৎসক নামীয় ৪ রোগীর ৪টি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, একজন রোগীর দেখার প্রেসক্রিপশন (যেখানে তার স্বাক্ষর আছে), ১টি আল্ট্রাসনোগ্রাম মেশিন, ১টি প্রিন্টার জব্দ করা হয়। পচা ইলিশ বিক্রি ॥ দুই ব্যবসায়ীর জরিমানা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪০ কেজি পচা ইলিশ মাছ নষ্ট করা হয়েছ। মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সাতক্ষীরা বড় বাজারে পচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। এ সময় পচা মাছ বিক্রির অপরাধে দুইজন মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
×