ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বীমা গ্রাহকদের ৩২০ কোটি টাকা পরিশোধ করল ডেল্টা লাইফ

প্রকাশিত: ১০:৩৬, ২৭ আগস্ট ২০১৯

 বীমা গ্রাহকদের ৩২০ কোটি টাকা পরিশোধ করল ডেল্টা লাইফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) বীমা গ্রাহকদের ৩২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। সোমবার কোম্পানিটি থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছয় মাসে বীমা কোম্পানিটি ৩১ হাজার ২৮২ জন বীমাগ্রহিতাকে মেয়াদপূর্তিতে বীমা দাবি বাবদ ১৫১ কোটি টাকা পরিশোধ করেছে। এ ছাড়া ১ হাজার ৩০৪ জন গ্রাহকের মৃত্যু দাবি পরিশোধ করা হয়েছে ৫ কোটি ৯২ লাখ টাকা। আর ১২ হাজার ১৮৩ জন বীমা গ্রহিতাকে স্বাস্থ্য সেবা খরচ বাবদ পরিশোধ করা হয়েছে ১৪ কোটি ৯২ কোটি টাকা। এ বিষয়ে ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, ‘ডেল্টা লাইফের রয়েছে ৩ হাজার ৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড, যা প্রতিষ্ঠানের বীমা দাবি পরিশোধে সক্ষমতারই পরিচায়ক।
×