ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এডিস মশা নিধনে কমিশন গঠনের আদেশ দেবে হাইকোর্ট

প্রকাশিত: ১০:২৬, ২৭ আগস্ট ২০১৯

 এডিস মশা নিধনে কমিশন গঠনের আদেশ দেবে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ এডিস মশা নিধনে সরকার ও সিটি কর্পোরেশনের করণীয় এবং আইন ও নীতিমালা তৈরির জন্য কমিশন গঠনের আদেশ দেবে হাইকোর্ট। আগামীকাল বুধবার এ বিষয়ে শুনানিতে আদেশ আসতে পারে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জুডিসিয়াল পেশকার নাজমুন নাহারসহ তিনজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষের যৌন হয়রানির ঘটনায় তৎকালীন মাদ্রাসা কমিটির সভাপতি এনামুল করিমের কোন অবহেলা পায়নি তদন্ত কমিটি। অন্যদিকে ২১২টি ছাগল ছিনতাইয়ের চেষ্টাসহ দুই মামলায় ছয় আসামিকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগের চেম্বার জজ আদালত ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে।
×