ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুল্কমুক্ত গাড়ি আমদানি

মুহিতকে সুবিধা প্রদান থেকে বিরত থাকুন ॥ টিআইবি

প্রকাশিত: ১২:৫৪, ২৬ আগস্ট ২০১৯

 মুহিতকে সুবিধা প্রদান থেকে বিরত থাকুন ॥ টিআইবি

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শুল্কমুক্ত গাড়ি আমদানির যে সুবিধা এনবিআর দিয়েছে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। গত ১৯ আগস্ট এনবিআরের এক বিশেষ আদেশে সংসদ সদস্য না হয়েও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ল্যান্ড ক্রুজার আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়। বাস্তবিক অবস্থার নিরিখে শর্তসাপেক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এ সুবিধা দিয়েছে। টিআইবি আশঙ্কা করছে- এ সুবিধা গ্রহণে সাবেক অর্থমন্ত্রীর স্বচ্ছতা ও সুনামকে প্রশ্নবিদ্ধ করবে। অপরদিকে ভবিষ্যতে অন্যদেরও এ ধরনের সুবিধা গ্রহণে উৎসাহিত করার ঝুঁকি তৈরি করবে। সে ক্ষেত্রে এটি একটি চর্চায় রূপান্তরিত হতে পারে। সংসদ সদস্য ও অর্থমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনকালে এ সুবিধা গ্রহণ না করলেও বর্তমানে সংসদ সদস্য না হয়েও তা গ্রহণ নৈতিক বিবেচনায় প্রশ্নবিদ্ধ এবং তার সুনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। তাই এ সুবিধা গ্রহণ না করে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এনবিআর থেকে জারিকৃত এক বিশেষ আদেশে পরপর দুই মেয়াদে সংসদ সদস্য ও অর্থমন্ত্রী থাকা অবস্থায় এ সুযোগ গ্রহণ না করার যুক্তিতে ‘বাস্তবিক অবস্থার নিরিখে শর্তসাপেক্ষে এ সুবিধা ঘোষণা করা হয়।
×