ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৪৪, ২৫ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁওয়ে  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী । জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী ও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মন্ডল। “জনবান্ধব, জবাবদিহীমূলক এবং স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনাই আমাদের লক্ষ্য” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ভূমিকর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কর্মশলা চলাকালে প্রধান অতিথি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও প্রধানমন্ত্রী এবং ভূমি মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্নীতি মুক্ত ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানিয়ে শপথ বাক্য করান।
×