ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপ্রচলিত বাজারে বাড়ছে রফতানি

প্রকাশিত: ১২:১১, ২৫ আগস্ট ২০১৯

অপ্রচলিত বাজারে বাড়ছে রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অপ্রচলিত বাজারে ভাল করছে বাংলাদেশ। নতুন অর্থবছরে দেশের শীর্ষ ১০ রফতানি গন্তব্যের মধ্যে পোল্যান্ডেই আয় বেড়েছে সবচেয়ে বেশি হারে। কানাডাকে সরিয়ে শীর্ষ ১০ এর তালিকায় উঠে এসেছে ভারত। দ্রুতগতিতে রফতানি বাড়ছে জাপানেও। যদিও এখনও মোট রফতানির ৮৫ শতাংশের বেশি তৈরি পোশাকের ওপর ভর করেই আর শীর্ষ ৫ গন্তব্য থেকেই আয় ৫৫ ভাগের বেশি। বিশ্লেষকরা বলছেন, চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বই সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে। যা ধরে রাখতে বাজারের পাশাপাশি নজর দিতে হবে পণ্যের বহুমুখীকরণেও। ৫ বছর আগেও পোল্যান্ডে বাংলাদেশের মোট রফতানি ছিল মাত্র ৫৬ কোটি ডলার। গত বছর যা প্রথমবারের মতো ছাড়ায় শত কোটির ঘর। আর এ অর্থবছরের প্রথম মাসেই যা ১৪ কোটি ডলারের বেশি। ইপিবির হালনাগাদ তথ্য বলছে, এ অর্থবছরে দেশের শীর্ষ ১০ রফতানি গন্তব্যের মধ্যে গত বছরের একই সময়ের চেয়ে পোল্যান্ডেই রফতানি বেড়েছে সবচেয়ে বেশি। প্রায় ৪ কোটি মানুষের দেশ মধ্য ইউরোপের পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের হাতে ক্ষতবিক্ষত হয়ে দ্বিখ-িত হওয়া এ রাষ্ট্রই এখন ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তি। প্রবৃদ্ধির দিক দিয়ে এ তালিকার দেশগুলোর মধ্যে জাপান। গত অর্থবছরে না থাকলেও এবার কানাডাকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০ এ উঠে এসেছে ভারতও। তবে সাম্প্রতিক তথ্য বলছে, শীর্ষ ৫ রফতানি গন্তব্যের কোন পরিবর্তন নেই। গত বছরের মতো শুরুতে যুক্তরাষ্ট্র। এরপরেই জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। পোল্যান্ডের অবস্থান ষষ্ঠ। পরিবর্তন নেই পোশাক খাতে রফতানি নির্ভরতার ছবিটারও। গত বছরের মতো কাঁচা চামড়া রফতানি কমলেও বেড়েছে চামড়াজাত পণ্যের আয়। বেড়েছে পাট ও পাটজাত এবং হিমায়িত পণ্যের রফতানিও। প্রায় ১৯০টি দেশে বাংলাদেশের পণ্য গেলেও এ অর্থবছরে শীর্ষ ৫ দেশেই গিয়েছে মোট রফতানির ৫৫ ভাগের বেশি।
×