ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগদাদে গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে হাশ্দ আশ-শাবি

প্রকাশিত: ০০:২৯, ২৩ আগস্ট ২০১৯

বাগদাদে গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে হাশ্দ আশ-শাবি

অনলাইন ডেস্ক ॥ ইরাকের সরকারপন্থী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্ আশ-শাবি জানিয়েছে, তারা রাজধানী বাগদাদের আকাশ থেকে একটি অজ্ঞাত গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেলকে আশ-শাবি জানিয়েছে, এ সংগঠনের দ্বাদশ ব্রিগেড নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ড্রোনটি ভূপাতিত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাগদাদের আকাশে ওড়ার সময় এটি ভূপাতিত করা হয়। এর আগে গতকাল দিনের প্রথমভাগে ইরাকের প্রভাবশালী সংসদ সদস্য আম্মার আল-হাকিম প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ইরাকের আকাশকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি ইরাকের হাশ্দ আশ-শাবির কয়েকটি লক্ষ্যবস্তুর উপরে কয়েকদফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে, এসব হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা জড়িত রয়েছে। হাশ্দ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দেস বলেছেন, ইসরাইলের ড্রোনকে ইরাকে এনেছে আমেরিকা এবং এ ব্যাপারে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।
×