ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ওবামার জার্সি বিক্রি

প্রকাশিত: ০৯:১৪, ২৩ আগস্ট ২০১৯

ওবামার জার্সি বিক্রি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্কুলে পড়ার সময়ের একটি জার্সি নিলামে বিক্রি হয়েছে। সবাই জানে ওবামা বাস্কেটবল খেলা পছন্দ করতেন । ডালাসে ওবামার ব্যবহৃত ২৩ নম্বর জার্সিটি নিলামে ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। জার্সিটি তার সতীর্থ খেলোয়াড় পিটার নোবেল সযতেœ রেখেছিলেন। পিটার নোবেল ওবামার স্কুলে জুনিয়র ছিলেন। -এনবিসি ৪০ তলা বাড়ি বিক্রি চীনের রাজধানী বেজিংয়ে এবার ৪০ তলা একটি ভবন অনলাইনে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। ২০০৮ সালের অলিম্পিক ভেন্যু বার্ডস নেস্টের পাশেই অবস্থিত ভবনটি। ৪০ তলা ভবনটির নাম পাঙ্গু প্লাজা। মঙ্গলবার নিলামে ৫.১৮ বিলিয়ন ইউয়ানে বিক্রি করা হয়েছে ভবনটি। এক পলাতক চীনা ধনকুবেরের তৈরি বাড়িটি চীনা অনলাইন ওয়েবসাইট আলিবাবায় নিলামে তোলা হয়। নিলামে তোলার ২৪ ঘণ্টার মধ্যেই বিপুল অঙ্কের অর্থ দিয়ে বাড়িটি কিনে নিয়েছে চীনের এক প্রতিষ্ঠান। -এএফপি
×