ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বিদেশী পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৮, ২১ আগস্ট ২০১৯

শ্রীপুরে বিদেশী পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর শ্রীপুরের নোয়াগাঁও এলাকা হইতে বুধবার ভোর রাতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোফাজ্জল হোসেন খোকন (৩৯) ওই এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে। র্যারে গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বুধবার সকালে এক প্রেসব্রিফিংয়েএ জানান, অস্ত্র বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে শ্রীপুর থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা।এসময় ওই এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে মোফাজ্জল হোসেন খোকনের শোবার ঘরে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, সতের রাউন্ড গুলি একটি রাম-দা, একটি সুইচ গিয়ার চাকু এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার দখলে থাকা অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা হতে অস্ত্র কিনে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
×