ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ০১:৫১, ২১ আগস্ট ২০১৯

শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সার চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সিএনজিচালিত অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে নুছাইবা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মাটিয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নুছাইবা স্থানীয় জামাল উদ্দিনের মেয়ে ও ব্র্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার মাটিয়াপাড়া এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিক্সা নুছাইবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুছাইবা মারা যায়। ওইসময় সিএনজিটি খাদে পড়ে এক পথচারীসহ ৪ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার ও চালক’আতিকুর রহমানকে আটক করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক জানান, নুছাইবার লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
×