ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শাহজালালে যাত্রীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ২

প্রকাশিত: ১২:২৬, ১৯ আগস্ট ২০১৯

শাহজালালে যাত্রীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি গোয়েন্দা টিম তাদের আটক করে। আটকরা হলো- দিদার ও আরিফ। এ সময় তাদের কাছ থেকে দুটি পাসপোর্ট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে দিদার স্বীকার করেছে এক সময় সে নিজেও প্রতারণার শিকার হয়েছে। এজন্য সে একই কায়দায় প্রতারণা বাণিজ্য শুরু করে। তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
×