ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মীর পরিস্থিতির ওপর দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:২৯, ৭ আগস্ট ২০১৯

কাশ্মীর পরিস্থিতির ওপর দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র

কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রতিটি ঘটনার বিশদ বিবরণ রাখছে। দিল্লী সোমবার ওই রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের পর যুক্তরাষ্ট্রের তরফে একথা জানান হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও ব্যক্তিগতভাবে বিষয়টির দিকে নজর রাখছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। এনডিটিভি। পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগ্যান ওর্টাগাস একটি বিবৃতিতে জানান, ‘আমরা জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার ওপর নজর রাখছি। ওই রাজ্য নিয়ে দিল্লী যে যে সিদ্ধান্ত নিচ্ছে, সব কিছু লিখে রাখছি আমরা।’ ভারত অবশ্য দাবি করেছে, পুরো ঘটনাটাই তাদের অভ্যন্তরীণ বিষয় এবং সবাইকে মিলে শান্তিতে থাকতে হবে, একসঙ্গে শান্তি বজায় রেখে সব সমস্যা সমাধান করতে হবে। সীমান্তে শান্তি বজায় রেখে সব সমস্যা সমাধান করতে হবে।’ কূটনৈতিক মহলের ধারণা, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার যে দাবি ট্রাম্প করেছিলেন, সেখান থেকে তারা সরে আসেনি। একদিকে যখন ভারত এ বিষয়ে কোন তৃতীয় দেশের হস্তক্ষেপ চায় না, অন্যদিকে তখন ইমরান খান ট্রাম্পের সহযোগিতা কামনা করেছেন। যেটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা বলে গণ্য করে থাকে। বিজেপি সরকার সোমবার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাতে সই দিয়েছেন।
×