ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ ॥ স্পীকার

প্রকাশিত: ০৯:৩৬, ৫ আগস্ট ২০১৯

 তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনসংখ্যার উন্নয়নে নবীন, প্রবীণ ও নারী-শিশুর বিষয়ে গুরুত্ব প্রদান জরুরী। আজকের তরুণরা একদিন প্রবীণ হবেন, তাই কর্মক্ষম অবস্থায় তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ। রবিবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে সংসদের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় ডেমোগ্রাফিক ‘ডিভিডেন্ট এবং যুবাদের দক্ষতা বৃদ্ধি : এসডিজি অর্জনে চ্যালেঞ্জ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার এ কথা বলেন। স্পীকার ২০৪০ সালের মধ্যে ইয়ুথ ডিভিডেন্ড গ্রহণে সচেষ্ট হতে সংসদ সদস্যগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে শোকের মাস আগস্ট উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্পীকার বলেন, কর্মক্ষম অবস্থায় তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বয়স্কদের মানবিক ও মর্যাদার বিষয় বিবেচনায় নিয়ে বয়স্ক ভাতার ব্যবস্থা চালু করেছেন। প্রবীণদের যতœ ও সেবায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী গড়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
×