ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাড়ে ছয় কোটি বছরের পুরনো!

প্রকাশিত: ১০:৪৬, ২৭ জুলাই ২০১৯

সাড়ে ছয় কোটি বছরের পুরনো!

যুক্তরাষ্ট্রের নর্থ ড্যাকোটায় ছয় কোটি ৫০লাখ বছরের পুরনো এক ডাইুনোসোরাসের জীবাশ্ম উদ্ধার করেছে হ্যারিসন ডুরান নামে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পুরাতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থী। তিনি পঞ্চমবর্ষের ছাত্র। এই বছর তার একটি বিশেষ এ্যাসাইনমেন্ট ছিল। দুই সপ্তাহ ধরে সে সাউথ ড্যাকোটার ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। ১৯০২ সালে এই অঞ্চল থেকেই প্রথম ডাইনোসোরাসের জীবাশ্ম আবিষ্কৃত হয় বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা। দুরান জানিয়েছেন, জীবাশ্মটি দেখতে পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত হয়ে পড়ি। ছোট থেকেই প্রত্নতত্ত্ববিদ্যার ওপর আমার আগ্রহ রয়েছে। তাই আমার কাছে বিষয়টি খুবই আনন্দের। ২০১৮ থেকেই ফসিলের খোঁজে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দুরান। জুনের প্রথমে তিনি ও তার এক গবেষক বন্ধু একটি গাছের ফসিল খুঁজে পান। পরবর্তীতে সেখান থেকেই তারা খোঁজাখুঁজি করে ডাইনোসোরাসের জীবাশ্মটি উদ্ধার করেন। -ইন্ডিয়া টাইমস
×