ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাখ্যা না শুনে প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় ॥ কাদের

প্রকাশিত: ০২:৫২, ২১ জুলাই ২০১৯

ব্যাখ্যা না শুনে প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন, সেই ব্যাখ্যা না শুনে তড়িঘড়ি কোনো আইনি ব্যবস্থায় না যেতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বেলা ১১ টার সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এম আর টি ৬ লেন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে না। তিনি কেন এমন কথা বলেছেন। আগে তিনি দেশে ফিরে এসে তার বিস্তারিত তথ্য জনসম্মুখে পেশ করলে তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয়া সাহার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইনমন্ত্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি তাদেরকে অবগতি করেছি তারা এখন কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন না। মন্ত্রী বলেন, একজন ব্যারিস্টার মামলা করতে গিয়েছিল আইনমন্ত্রী আমাকে অবগত করেছেন তার মামলা গ্রহণ করা হয়নি। রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রের অনুমতি ছাড়া করা যায় না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা আমরা বিস্তারিত জেনে তারপর ব্যবস্থা গ্রহণ করব। মার্কিন রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে কথা হয়েছে, তিনি শুনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমি তাকে অবগতি করেছি, তিনি খুশি। মন্ত্রী আরও বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাস গুপ্তের সাথে কথা হয়েছে। তিনি বলেন পিয়া সাহার এই বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কোন সম্পৃক্ততা নেই। এমন পরিস্থিতিতে প্রিয়া সাহা দেশে ফিরে আসবেন কি না? যদি ফিরে না আসে তাহলে তাকে দেশে ফেরানোর কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার দেশে সে ফিরে আসবে। দেশে ফেরার কোন প্রকার বাধা নেই। তিনি দেশে ফিরে এসে জনসম্মুখে তার এই কথা বিস্তারিত তুলে ধরবেন। তিনি আসার আগ পর্যন্ত তার বাড়িসহ সকল কিছু আইন শৃঙ্খলা বাহিনী দেখবাল করবেন বলে জানান তিনি।
×