ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেট অ্যান্ড সাকার মেশিনের সাহায্যে তরল বর্জ্য পরিষ্কার করা হচ্ছে

প্রকাশিত: ০২:২১, ১৬ জুলাই ২০১৯

জেট অ্যান্ড সাকার মেশিনের সাহায্যে তরল  বর্জ্য পরিষ্কার করা হচ্ছে

অনলাইন ডেস্ক ॥ আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও পয়ঃনিষ্কাশন লাইন পরিষ্কারে অংশ হিসেবে ডিএনসিসির আওতাধীন মগবাজার এলাকায় জেট অ্যান্ড সাকার মেশিনের সাহায্যে ম্যানহোল ও ড্রেনের তরল বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এরআগে গতকাল রায়ের বাজারের সাদেক খান সড়কে এ কার্যক্রম পরিচালনা করে ডিএনসিসি। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জেট অ্যান্ড সাকার মেশিন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মুহূর্তেই ড্রেনের যাবতীয় ময়লা-আবর্জনা, পানি টেনে নিয়ে আসতে পারে। মাত্র ১০ মিনিটের মধ্যে ১২০ মিটার দৈর্ঘ্যের ড্রেনের সব ময়লা পরিষ্কার করে ড্রেনের পানিপ্রবাহ ফিরিয়ে আনতে পারে এই মেশিন। এই যন্ত্রটি প্রতিদিন ২২ ঘণ্টা কাজ করতে পারে। পুরো মেশিনটি পরিচালনা করতে তিনজন লোক প্রয়োজন হয়।
×