ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সংসদের তৃতীয় অধিবেশন শেষ

প্রকাশিত: ১০:৪৩, ১২ জুলাই ২০১৯

 সংসদের তৃতীয় অধিবেশন শেষ

সংসদ রিপোর্টার ॥ পর্দা নামল চলমান একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনেই গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট প্রস্তাব করেন। যা গত ৩০ জুন পাস হয়। বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন। গত ১১ জুন শুরু হয় এই অধিবেশন। বাজেট উপস্থাপনা অর্থমন্ত্রী শুরু করলেও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে পরে তা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা দেশের ইতিহাসে নজিরবিহীন। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের ওপর সরকারী ও বিরোধী দলসহ অন্য দলের ২৬৯ জন সংসদ সদস্য ৫৫ ঘণ্টা ৩৬ মিনিট আলোচনা শেষে গত ৩০ জুন পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস হয়েছে।
×