ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় শ্রীরাম না বলায় শিশুকে বেধড়ক মারধর

প্রকাশিত: ০৯:১৫, ৬ জুলাই ২০১৯

 জয় শ্রীরাম না বলায় শিশুকে বেধড়ক মারধর

জয় শ্রীরাম না বলায় এবার এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার নিতুরিয়ায় সম্প্রতি এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়ে নিতুরিয়া থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্তের বাবা। খবর এনডিটিভি অনলাইনের। ১১ বছর বয়সী ওই ছাত্র জানায়, বুধবার সন্ধ্যায় চার যুবক আমার পথ আটকে জয় শ্রীরাম বলার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় প্রথমে আমাকে মাটিতে ফেলে দেয় তারা। এরপর চারজন মিলে মারতে থাকে। এতে শিশুটির শরীরের নানা জায়গায় জখম হয়েছে। মাথায় আঘাত পেয়েছে। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ সুপার। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, বিজেপি ভারতজুড়ে উগ্র হিন্দুত্বের জিগির তুলে সন্ত্রাস চালাচ্ছে। পুরুলিয়ার ঘটনা তারই অংশ। অপরদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, বিজেপির ভাবমূর্তিতে কালি ছিটাতে তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে। আহত ছাত্রটি আরও জানায়, আমি এক বন্ধুকে বাসে তুলে দিয়ে মাদ্রাসায় ফিরছিলাম। এরপর চারজন লোক আমার নাম জানতে চায়। নাম বলার পর পরই আমাকে জয় শ্রীরাম বলার জন্য চাপাচাপি করে।
×