ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, বহু শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ০৯:১৫, ৬ জুলাই ২০১৯

 তিউনিসিয়া উপকূলে  নৌকাডুবি, বহু  শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

তিউনিসিয়া উপকূলে শরণার্থীদের একটি নৌকা ডুবে অন্তত ৮০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে উদ্ধার পাওয়া চারজন বৃহস্পতিবার নৌকাটি জারজিস শহরের কাছে ডুবে গেছে বলে উপকূলরক্ষীদেরকে জানান। ওই চারজনের একজন পরে হাসপাতালে মারা গেছেন। ইয়াহু নিউজ। নৌকাটিতে আফ্রিকান শরণার্থীরা লিবিয়া থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। তিউনিসিয়ার এক সরকারী কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট একথা জানিয়েছে। উদ্ধার পাওয়া মালির তিন নাগরিক জানিয়েছেন, তারা লিবিয়ার জুয়ারা থেকে যাত্রা করেছিলেন। নৌকা ডুবে গিয়ে বহু মানুষ পানিতে তলিয়ে গেছে। গত মে মাসে তিউনিসিয়া উপকূলে এমনই এক শরণার্থী নৌকা উল্টে অন্তত ৬৫ জন ডুবে গিয়েছিল। ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর জন্য শরণার্থীরা প্রধানত পাচারকারীদের সহায়তায় লিবিয়ার পশ্চিম উপকূল থেকেই যাত্রা শুরু করে।
×