ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়নুলে ‘জলরূপ’ প্রদর্শনী শুরু হচ্ছে ৮ জুলাই

প্রকাশিত: ০৯:৩১, ২৯ জুন ২০১৯

  জয়নুলে ‘জলরূপ’ প্রদর্শনী শুরু হচ্ছে ৮ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ প্রতিভাময় নয় তরুণ শিল্পীর জলরংয়ে আঁকা যৌথ চিত্র প্রদর্শনী ‘জলরূপ’ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ৮ জুলাই। শিল্পীরা হলেন কিশোর মজুমদার, আরিফুল ইসলাম, ইসকিন্দার মির্জা, সজল, আজম, জিয়াউর রহমান, আবদুল হালিম, ইসরাত জাবিন ও ফাতেমা রিফাত। এদিন বেলা ১১টায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী হামিদুজ্জামান খান ও শিল্পী রণজিৎ দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন। যৌথ এ চিত্র প্রদর্শনীর শিল্পী ইসকিন্দার মির্জা জানান, প্রদর্শনীর সব শিল্পীরা একই মাধ্যমে কাজ করলেও তাদের কাজের ভিন্ন ভিন্ন রূপ এতে চিত্রায়িত হবে। তিনি বলেন, শিল্পী কিশোর মজুমদারের চিত্রে প্রকাশ পাবে গ্রাম বাংলার রূপ ও প্রকৃতির আলোছায়া। শিল্পী আরিফুল ইসলাম ফুটিয়ে তুলবেন পুরাতন সিটি পানাম নগরের সিটিস্কেপ। আমার চিত্রে থাকবে গ্রামের কামার, পুরান ঢাকার ঘোড়া, ফুল ও লতাপাতার দৃশ্য। সজল জাহাজ, শহর ও পরিত্যক্ত বিষয় ফুটিয়ে তুলবেন তার চিত্রে। বিদ্যুতের তার ও শহরের বিল্ডিং পিলার আলোছায়ার মধ্যদিয়ে চিত্রায়ন করবেন। জিয়াউর রহমানের চিত্রকলায় থাকবে বাংলাদেশের নৌকা, নদী ও প্রকৃতি। আবদুল হালিম গাছের সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে ধরবেন। ইসরাত জাবিন নারী ও ফুলের সৌন্দর্য তুলে ধরবেন। এছাড়া শিল্পী ফাতেমা রিফাতের চিত্রকলায় থাকবে গ্রাম বাংলার নারীর সৌন্দর্য ও মায়া। প্রদর্শনী চলবে ১৪ জুলাই পর্যন্ত এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
×