ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বরগুনায় স্ত্রীর কথিত প্রেমিকের হাতে স্বামী খুন

প্রকাশিত: ১০:২০, ২৭ জুন ২০১৯

 বরগুনায় স্ত্রীর কথিত প্রেমিকের হাতে  স্বামী খুন

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৬ জুন ॥ বরগুনায় স্ত্রীর কথিত প্রেমিকের হাতে স্বামী খুন হয়েছে। বুধবার দুপুরে শহরের কলেজ সড়কে এ খুনের ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিফাত শরীফ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার সদ্যবিবাহিত স্ত্রীর প্রেমিক নয়ন। রিফাত বরগুনার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের দুলাল ফরাজীর একমাত্র ছেলে। রিফাতের সঙ্গে দু’মাস আগে পুলিশ লাইন সড়কের মিন্নি নামের এক মেয়ের বিয়ে হয়। বিয়ের পর নয়ন মিন্নিকে তার প্রেমিকা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দিতে থাকে। এ ঘটনার জের ধরে বুধবার দুপুর ১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় নয়নের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে সে মারা যায়।
×