ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে বুমরা ॥ ক্লার্ক

প্রকাশিত: ১২:২৯, ২৬ জুন ২০১৯

ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে বুমরা ॥ ক্লার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে আগুন জ্বালাচ্ছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরা। তার বোলিংয়ের প্রশংসায় ২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বুমরার দাপটে ভারত আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ২২৪ রানের পুঁজি হাতে নিয়ে বল করতে নেমেছিলেন বুমরা-শামিরা। দরকারের সময় পার্টনারশিপ ভেঙ্গেছেন বুমরা। ডেথ ওভারে দুরন্ত ইয়র্কার দিয়ে আফগান ব্যাটসম্যানদের আটকে রেখেছিলেন। শেষ ওভারে শামির ইয়র্কারে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। ক্লার্ক বলেন, অধিনায়ক হিসেবে বুমরার মতো বোলারকে সবাই দলে পেতে চাইবে। বুমরা ফিট এবং স্বাস্থ্যবান। ইনিংসের শুরুতে বল সুইং করাতে পারে। মাঝের ওভারে প্রতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বল করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে দক্ষ। ইনিংসের শেষে ওর ইয়র্কার ভয়ঙ্কর। একমাত্র আফগানিস্তানের বিরুদ্ধেই বড় রান করতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। বোলাররা এই ম্যাচে এনে দেন জয়। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও কিন্তু জয়ের পিছনে ভূমিকা রয়েছে। যুগেন্দর চাহাল ও কুলদীপ যাদবেরও প্রশংসা করেন ক্লার্ক, স্পিন সহায়ক পিচ না হওয়া সত্ত্বেও কুল-চা’ যে ভাবে বল করছে তা অনবদ্য। দুইস্পিনার খেলানোর সিদ্ধান্তও সঠিক বলে মত তার। ক্লার্ক মনে করেন, বুমরার বলে বলীয়ান হয়ে ভারত পুনরায় বিশ্বচ্যাম্পিয়ান হতেই পারে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় বুমরার জাদু দেখার অপেক্ষায় ক্লার্কও। বুমরা যেমন বল হাতে বিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন, বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারও ব্যাট হাতে সমস্ত অঙ্ক বদলে দিতে পারেন বলে মনে করেন ক্লার্ক। ভারতের বিরুদ্ধে ধীর গতিতে রান করার জন্য সমালোচিত হন ওয়ার্নার। ওই একটা ম্যাচেই অসি ওপেনার নিজের ছন্দে ব্যাট করতে পারেননি। বাকি ম্যাচগুলোয় বাঁ হাতি ওপেনার নিজের নামের প্রতি সুবিচার করেছেন।
×