ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

তালেবানের সঙ্গে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০০:৩৫, ২৪ জুন ২০১৯

তালেবানের সঙ্গে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ ফের আফগানিস্তানের তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। আগামী ২৯ জুন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত জালমাই খলিলজাদ এবং তালেবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার। এটি হবে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সপ্তম দফা বৈঠক। এর আগে গত মে মাসে ষষ্ঠ দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের উদ্দেশ্য, ১৮ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর উপায় বের করা। এ বিষয়ে কথা বলবেন উভয়পক্ষের প্রতিনিধিরা।
×