ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবৈধ সম্পদ

চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১০:১১, ২০ জুন ২০১৯

 চট্টগ্রামে ব্যবসায়ীর  বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে অবৈধ সম্পদ অর্জনের দায়ে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত মোঃ আমিন (৪২) একজন তালিকাভুক্ত মাদক কারবারি। বুধবার সিএমপির ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন। জানা গেছে, মামলায় মোঃ আমিনের বিরুদ্ধে ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে সম্পদ বিবরণীর এই গরমিল ধরা পড়ায় মামলাটি দায়ের করা হয়। আসামি আমিন কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়ন ডেইলপাড়া এলাকার কালা মোহাম্মদ আলীর পুত্র। গত বছরের মে মাসে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তাসফিয়া আমিন নামের যে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছিল তার পিতা এই মোঃ আমিন। মাদক কারবারি হিসেবে তালিকাভুক্ত রয়েছে তার নাম।
×