যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাত্র ২৪৫ গ্রাম ওজন নিয়ে জন্ম নেয়া একটি শিশু এখনও বেঁচে আছে। সায়বি নামের এই শিশুটিকে বিশ্বের সবচেয়ে কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশু বলা হচ্ছে। বুধবার ক্যালিফোর্নিয়ায় শার্প মেরি ব্রিচ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। গত ডিসেম্বরে শিশুটির জন্ম হয়েছিল। হাসপাতালের চিকিৎসকরা বলেন, জন্মের সময় শিশুটির বয়স ছিল একটি বড় আপেলের ওজনের সমান। সায়বির মা অসুস্থ হয়ে পড়লে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিম নরবি নামে এক সেবিকা বলেন, সায়বি যেভাবে বেঁচে আছে তা সত্যিই অলৌকিক। কারণ এত অল্প ওজনের শিশুর বেঁচে থাকার ঘটনা বিরল। এনডিটিভি