ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ০০:৫৬, ৩০ মে ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন রিপোর্টার ॥ কমিটির মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হয় ২৯ এপ্রিল। সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও অনুমোদন করেন। এতে সঞ্জিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে ঢাবি শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ রয়েছে আর মাত্র দুই মাস। আংশিক ওই কমিটির দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো; যা বিশ্ববিদ্যালয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সম্পাদক গোলাম রাব্বানী অনুমোদন দেন। এতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরও রয়েছে।
×