ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন আলোচনা নয় ॥ ইরান

প্রকাশিত: ০৮:১২, ২৫ মে ২০১৯

 যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন  আলোচনা নয় ॥ ইরান

ইরান কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না যেহেতু এ ইসলামী প্রজাতন্ত্রের অধিকারের প্রতি মর্যাদা দেখানো হয় না। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা বলেছে। শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিবাল খোসরাভি বলেছেন, আমরা স্পষ্ট করে বলেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় অধিকার ক্ষুণ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত তাদের কথা কাজে পরিণত না হবে আমরা এখনকার মতো একই অবস্থানে থাকব। তার উদ্ধৃতি দিয়ে সরকারী সংবাদ সংস্থা ইরনা জানায়, কোন অবস্থাতেই আলোচনা হবে না। তিনি বলেন, বিভিন্ন দেশের সরকারী প্রতিনিধি দলগুলোর তেহরান সফর কিছুটা বেড়েছে, যদিও এদের বেশিরভাগ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষে। খোসরাভি বলেন, আমরা ব্যতিক্রমহীনভাবে এ ইসলামী প্রজাতন্ত্রের নীতির সঙ্গে সঙ্গতি রেখে ইরানী জাতির শক্তি, যুক্তি ও প্রতিরোধের বাধায় তাদের জবাব দিয়েছি। ওমানের পররাষ্ট্র মন্ত্রী ইউসেফ বিন আলভি সোমবার তেহরান পৌঁছান। এরপর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক পরিচালক জেমস প্লটনার এসে পৌঁছেন বৃহস্পতিবার। ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বলেছে, ওয়াশিংটন এ উদ্যোগের প্রতি স্বাগত জানাচ্ছে এবং উল্লেখ করেছে যে, তেহরানের সঙ্গে জার্মানির কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তাই আমরা মনে করি যে, দু’রাষ্ট্রের মধ্যে এটি এক স্বাভাবিক আচরণ। পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গ্যান ওর্তাগুজ ওয়াশিংটনে রিপোর্টারদের একথা বলেন। ওমান ২০১৫ সালে পরমাণু চুক্তির ব্যাপারে প্রাথমিক আলোচনার জন্য ইরানি ও মার্কিন আলোচকদের এক টেবিলে বসাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এরপরই যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮’র মে’তে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ডসকে এক বিদেশী সন্ত্রাসী সংস্থা বলে উল্লেখ করলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুদেশের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যায়। যুক্তরাষ্ট্র অসুনির্দিষ্ট ইরানি হুমকির অভিযোগ এনে মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্টাইক গ্রুপ ও বি-ফিফটিটু বোমারু বিমান মোতায়েন করে। -এএফপি
×