ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় ম্যাচেও পাকিদের হারাল ইংল্যান্ড

প্রকাশিত: ১৪:১৭, ১৫ মে ২০১৯

তৃতীয় ম্যাচেও পাকিদের হারাল ইংল্যান্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ সফররত পাকিস্তান দলকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। মঙ্গলবার ইংল্যান্ডের ব্রিস্টলের কান্ট্রি গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ৩৫৮ রান করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৫১ রান করেন ইমাম-উল হক। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৪ ওভার ৫ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এই ম্যাচের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছে যান এ তারকা ব্যাটসম্যান। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ১৯৮টি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। মর্গানের আগে ইংল্যান্ডের হয়ে পল কলিংউড সর্বোচ্চ ১৯৭টি ওয়ানডে ম্যাচ খেলেন। মঙ্গলবারের আগে বেশি ম্যাচ খেলায় সবার ওপরে ছিলেন সাবেক এই অধিনায়ক কলিংউড। ইংল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৯৪টি ওয়ানডে ম্যাচ খেলেন জেমস অ্যান্ডারসন।
×